অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইউএমআর ও সাদাকাহ ফাউন্ডেশনের মাংস বিতরণ

Published Date: 22 February, 2022

অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইউএমআর ও সাদাকাহ ফাউন্ডেশনের মাংস বিতরণ

প্রতিবছরের ন্যয় এবছরও পবিত্র ঈদ উল আযহার কোরবানির আনন্দকে গরিবদের মাঝে ছড়িয়ে দিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সহ দেশের বিভিন্ন জেলার ১৭ টি স্থানে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সাদাকাহ ফাউন্ডেশন (ইউএসএ) ও ইউএমআর।

ঈদের প্রথম দিন গরু কোরবানি করার পরে সাদাকাহ ফাউন্ডেশন (ইউএসএ) ও ইউএমআর এর বাংলাদেশ টিমের সদস্যরা পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নং ওয়ার্ডে ওই বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে কোরবানির মাংস দিয়ে আসেন।

বিতরণে সাদাকাহ ফাউন্ডেশন (ইউএসএ) ও ইউএমআর এর বাংলাদেশ টিমের সদস্য মো. আলী আজিম বাচ্চু, সাংবাদিক হযরত আলী হিরু, এস আর রাজু সহ অণ্য সদস্যরা অংশ নেয়।

মাংস হাতে পেয়ে আনন্দে উচ্ছাসিত পৌরসভার জগৎপট্টি গ্রামের সত্তরোর্ধ আব্দুস সোবাহান বলেন, গত দুই বছর করোনাকালীন মহামারির কারনে অর্থাভাবে এবছর কোরবানি করতে পারিনি। পরিবার পরিজনকে কোরবানির মাংস খাওয়ানোর মত সামর্থ আমার বর্তমানে নেই। সাদাকাহ ও ইউএমআর এর কল্যানে আমি আমার পরিবারের সদস্যদের কোরবানির মাংস খাওয়াতে পারব।

শর্ষিনা গ্রামের মানছুরা বেগম বলেন, আমার স্বামি নেই চরম অসহায়ভাবে মেয়ে নিয়ে আমার দিন কাটছে। আমার পক্ষে কোরবানি করা অসম্ভব।

সাদাকাহ ও ইউএমআর এর সদস্যরা আমাদের দুরবস্থা দেখে আমাদের হাতে কোরবানির মাংস তুলে দিয়েছে। ধন্যবাদ সাদাকাহ ফাউন্ডেশন, ধন্যবাদ ইউএমআর। উল্লেখ্য সাদাকাহ ফাউন্ডেশন (ইউএসএ) এর পক্ষ হতে দেশের বাইরের পাশাপাশি দেশেও বিভিন্ন সময়ে খাদ্য ও অর্থ সহায়তা সহ নানা ধরনের সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।