মাধবপুরে সাদাকার কুরবানি ও গোশত বিতরণ

Published Date: 22 February, 2022

মাধবপুরে সাদাকার কুরবানি ও গোশত বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাদাকা ফাউন্ডেশন ইউএস-এর উদ্যোগে হবিগঞ্জের মাধবপুরে হতদরিদ্রদের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হয়। শীলন বাংলাদেশ চেয়ারম্যান মাসউদুল কাদির-এর তত্ত্বাবধানে কুরবানি কার্যক্রম পরিচালনা করেন ইকরা বাংলাদেশ হবিগঞ্জের শিক্ষা প্রধান মুফতী আনোয়ার আমির ও হাজী আমির হোসাইন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা বদরুল আলম।


গোশত বিতরণ নিয়ে কবি শরিফ হাসানাত বলেন, সব এলাকাতেই দরিদ্র মানুষ আছে। তাদের খোঁজ নেয়া বিত্তশালীদের উপর কর্তব্য। সাদাকা ফাউন্ডেশন অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আমরা খুশি।


শীলন বাংলাদেশ চেয়ারম্যান মাসউদুল কাদির বলেন, আলহামদুলিল্লাহ। সাদাকা ফাউন্ডেশন ইউএস-এর চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ্য। এবারও হবিগঞ্জের মাধবপুরের অসহায়দের জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহর মেহেরবানীতে মাধবপুরে ২৫টি পরিবারে গোশত বিতরণ করা হয়।
প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহার দিন সকাল ৯টার মধ্যেই সাদাকা ফাউন্ডেশন ইউএস-এর গরু কুরবানি দেয়া হয়। গোশত কেটে বিতরণের উপযোগী করতে প্রায় ১২টা বেজে যায়। এরপর শুরু হয় বিতরণ।